সম্পদের মালিকানা বংশ পরম্পরায় হাতবদলের ইসলামী পদ্ধতির নাম “ইলমুল ফারায়েয। মালের মূল মালিক সবজ্ঞ-প্রজ্ঞাময় মহান আল্লাহ নিজে তা বণ্টনের নীতি বাৎলে দিয়েছেন। সেজন্য এই বণ্টননীতিতে সামান্য পরিমাণ বেইনছাফী থাকার কোনাে সম্ভাবনাই নেই; বরং এর পুরােটা জুড়েই রয়েছে ইনছাফ, প্রজ্ঞা ও দয়া। প্রতিটি মুসলিমকে এই ইলাহী বণ্টননীতি মেনেই উত্তরাধিকার সম্পত্তি বণ্টনকার্য সম্পন্ন করতে হয়, যার কোনাে বিকল্প নেই। এ বণ্টননীতি ছাড়া। মুসলিমরা একদিনও চলতে পারে না। মহান আল্লাহ ইসলামের চার চারটি রুকন ছালাত, ছিয়াম, হজ্জ ও যাকাতের এতােটা বিশদ বিবরণ পবিত্র কুরআনে দেননি, অথচ উত্তরাধিকার সম্পত্তি বণ্টননীতির বিশদ বিবরণ তিনি পবিত্র কুরআনে দিয়েছেন (সূরা-নিসা, ৪/১১, ১২ ও ১৭৬)।
সুতরাং বুঝাই যাচ্ছে, ‘ইলমুল ফারায়েয বা উত্তরাধিকার সম্পত্তি বণ্টন সম্পর্কিত জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ। সেকারণে বাংলার আলেমগণ প্রাচীনকাল থেকে অদ্যাবধি এ জ্ঞান চর্চা করে। আসছেন এবং সেই আলােকে সম্পত্তি বন্টনকার্যক্রম সম্পন্ন হয়ে আসছে।আমাদের দেশের কওমী ও আলিয়া দুই ঘরানার সিলেবাসেই এই বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যুগ যুগ ধরে উলামায়ে কেরাম বাংলা ভাষায় এ সম্পর্কিত লেখনী উপহার দিয়ে আসছেন। এর সাথে যুক্ত হলাে আরাে একটি মূল্যবান লেখনী, যার নাম “কিতাবুল ফারায়েয।





Reviews
There are no reviews yet.