সালাত হলো ইসলামের মূল ভিত্তিসমূহের মধ্যে দ্বিতীয় ভিত্তি। মুসলিম, বালেগ, নারী-পুরুষ সকলের জন্য যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান-বুদ্ধি ঠিক আছে ততক্ষণ পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তার উপর ফরয। আর সালাত সেভাবেই আদায় করতে হবে, যেভাবে রাসূলুল্লাহ (সাঃ) আদায় করেছেন। নবী বলেছেন, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। (সহীহ বুখারী, হা/৬৩১, ৭২৪৬; সহীহ ইবনে খুযায়মা, হা/৩৯৭)
সূরা ত্বা-হা এর ১৪ নং আয়াতে আল্লাহ তা’আলা বলেন, “আমার স্মরণেই সালাত কায়েম করো।” কিন্তু সালাতে দাঁড়ালে নানা বিষয় মনে পড়তে থাকে। মনোযোগ দিয়ে সালাত আদায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে বইটিতে।বাজারে নামায শিক্ষা বইয়ের অভাব নেই। কিন্তু সালাতের সঠিক নিয়ম-কানুন সম্বলিত বই খুব কমই আছে। অনেকে নির্দিষ্ট কোন দল বা মতামতের অনুসরণ করেই সালাতের বই লিখেছেন। এর ফলে সালাত সংক্রান্ত অনেক সহীহ হাদীসের উপর আমল বাদ পড়েছে। আবার তাতে এমন অনেক নিয়ম-কানুন লিখা হয়েছে, যার কোন ভিত্তি নেই।
সেজন্য সরাসরি হাদীসগ্রন্থ থেকে হাদীসের তাহকীক (সনদ যাচাই) করে মাকতাবাতুশ শামেলা এর নাম্বার অনুযায়ী মূল হাদীস গ্রন্থের নাম্বার দিয়ে দলীলসহ এ গ্রন্থটি সাজানো হয়েছে। যেসব মাসআলায় মতভেদ রয়েছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে অধিক সহীহ হাদীসের আলোকে গৃহীত মতামতকে প্রাধান্য দেয়া হয়েছে। সালাত আদায়ের সঠিক নিয়ম-কানুন এবং সালাতে প্রচলিত ভুলত্রুটিসমূহের আলোচনাসহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এ বইটিতে সংযোজন করা হয়েছে ।
সেই সাথে গ্রন্থের শুরুতে ‘কিতাবুত তাহারাত’ নামে পবিত্রতা সংক্রান্ত জরুরি বিষয়সমূহের আলোচনা সম্বলিত একটি অধ্যায়ও সংযোজন করা হয়েছে। আশা করি পাঠক ভাই ও বোনেরা এ বইটির মাধ্যমে সহীহ-শুদ্ধভাবে সালাত আদায়ের ক্ষেত্রে যথেষ্ট উপকৃত হবেন। ইনশাআল্লাহ।





Reviews
There are no reviews yet.