নবীজি ﷺ, তাঁর পবিত্রতার কোনো সীমা নেই, কোনো ক্ষয় নেই, কোনো ধুলো সেখানে জমতে পারে না। জন্মের মুহূর্ত থেকে জীবনের অন্তিম প্রহর পর্যন্ত তিনি নিষ্কলুষ, তিনি নির্ভুল, তিনি চির উজ্জ্বল। তাঁকে ভালোবাসত শত্রুরাও, তাঁকে শ্রদ্ধা করত বিরোধীরাও। ইতিহাসে এমন বিরল দৃষ্টান্ত আর ক‘টাই বা আছে! যারা তাঁকে চেয়েছিল অবজ্ঞা করতে, তারাই একদিন তাঁকে সত্যবাদী বলে মেনে নিয়েছে।
যারা তাঁকে দোষারোপ করতে চেয়েছে, তারা একসময় আবিষ্কার করেছে, এই চরিত্রে দাগ ফেলার মতো কোনো অবকাশ নেই। যুগে যুগে অনেকে এসেছে— কেউ নাস্তিক, কেউ মূর্তিপূজারী, কেউ ওরিয়েন্টালিস্ট, কেউ বা কট্টর হিন্দুত্ববাদী— তারা চেষ্টা করেছে তাঁর চরিত্র কলঙ্কিত করতে। কিন্তু পারেনি। কীভাবে পারবে? সত্য কি কখনো মিথ্যার সামনে নত হয়? সত্য তো আপন মহিমায় দীপ্তিমান! শায়খ আব্দুল মুহসিন আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ যখন তাঁর কলম ধরলেন, তখন তিনি শুধু লিখলেন না— তিনি আঁকলেন। নবীজির ﷺ চরিত্রের প্রতিটি রেখায় যে কী গভীর সৌন্দর্য লুকিয়ে আছে, তা তিনি অক্ষরে অক্ষরে ফুটিয়ে তুললেন। নবুয়তের আগের সময় হোক, কিংবা পরে— রাসূল ﷺ ছিলেন সত্য, ছিলেন ন্যায়, ছিলেন দয়া ও প্রেমের পূর্ণ অবয়ব। তাঁর কথা ছিল নির্ভুল, তাঁর চিন্তা ছিল ভারসাম্যপূর্ণ, তাঁর ধৈর্য ছিল সীমাহীন, তাঁর দয়া ছিল সমুদ্রের মতো প্রশস্ত। এমন মানুষ আর কোথায় পাওয়া যায়? এই বইয়ের অনুবাদ করা সহজ নয়,সহজ হয়নি। তবু চেষ্টা করেছি। মূল গ্রন্থের ভাষা, তার মাধুর্য, তার সৌন্দর্য— কিছুটা হলেও ধরে রাখার।





Reviews
There are no reviews yet.